শৈলকুপায় ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
                        
                        
                            
                                 আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১,  ০৩:০৬ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        ঝিনাইদহঃ জেলার শৈলকুপার পুরাতন বাখরবা গ্রামের জিকে সেচ প্রকল্পের ক্যানেল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বাখরবা গ্রামের জিকে সেচ প্রকল্পের পাশে কয়েক শত কৃষক ও গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশিষ্ঠ সমাজসেবক ও প্রভাষক মোঃ উজ্জল আলী। এছাড়া কৃষকদের মধ্যে সোহেল বিশ্বাস, দুলাল বিশ্বাসসহ অন্যানরা বক্তব্য রাখেন।   
 
তারা অভিযোগ করে বলেন, ১৯৫৪ সালের তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুজ্জামানের পক্ষে নির্বাচনী জনসভায় বক্তৃতা করার জন্য পুরাতন বাখরবার এই পথ দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন। ১৯৭১ সালের পরবর্তী সময়ে এই রাস্তাটির ২০০ মিটার কাজ হচ্ছে তাতেও স্বচ্ছতা রাখা হচ্ছে না। রাস্তার পাশের গাছগুলো সব রাস্তার জায়গায় দাঁড়িয়ে। অথচ গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির দাবি বাঁচিয়ে পাশের ক্যানেল ভরাট করে বেআইনি কাজ চলছে।
 
ক্যানেলটি এলাকার কৃষকদের চাষাবাদের পানি সরবরাহের একমাত্র ভরসা। একজনের ব্যক্তি স্বার্থের জন্য এরকম দূর্নীতি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে কিভাবে হয়? ক্যানেলটি ভরাট করে রাস্তা নির্মাণ করলে ওই এলাকার হাজার কৃষক হুমকীর মুখে পড়বে বলে তারা ঝিনাইদহ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মর্কতাদের সহযোগিতা কামনা করেছেন। 
 
আগামীনিউজ/এএস