Agaminews
Bangla Noboborsho
Dr. Neem Hakim

সাভারে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১২:৫৭ পিএম
সাভারে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু

ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ সারাদেশের ন্যায় সাভারেও করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে আজ। প্রথম দিনে ১৩৭ জনকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল থেকে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার এই কার্যক্রম শুরু করা হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা জানান, ৭ই ফেব্রুয়ারী ১৩৭ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছিল। আজ দ্বিতীয় ডোজ দেয়ার প্রথম দিনে ওই ১৩৭ জনের দেহে দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে। পর্যয়ক্রমে  প্রতিদিনই প্রথ ডোজ নেয়াদের দেহে দ্বিতীয় ডোজ দেয়া হবে।

সাভারে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল  ৪৩ হাজার ১শ ৪৩ জনকে।

আগামীনিউজ/এএস