Agaminews
Bangla Noboborsho
Dr. Neem Hakim

ইন্দুরকানীতে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১১:৪৭ এএম
ইন্দুরকানীতে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

ফাইল ফটো

পিরোজপুরঃ জেলার ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া এলাকায় আজিজ সিকদার নামে এক মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছেন।
 
বুধবার (৭ এপ্রিল) ৬.৩০ এর দিকে গাবগাছিয়া শিকদার বাড়ি জামে মসজিদে মাগরিবের আজান আজান দেওয়ার সময় এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান মাইক্রোফোন আগে থেকে বিদ্যুতায়িত হওয়ার কারনে বিদ্যুৎপৃষ্ট হয়ে আঃ আজিজ শিকদার (৫৫) নামে এ ব্যক্তি নিহত হয়েছে। 
 
এ বিষয়ে তার ভাই আবুল শিকদার বলেন -আমি মসজিদের ভিতরে গিয়ে দেখি সে মাইক্রোফোন হাতে নিচে পড়ে আছে। আমি সাথে সাথে কারেন্টের মেইন সুইচ বন্ধ করে দেই।
 
পারিবারিক ও স্হানীয়  সূত্রে জানায় পিরোজপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
আগামীনিউজ/এএস