Agaminews
Bangla Noboborsho
Dr. Neem Hakim

ভোলায় চলন্ত ফেরিতে আকস্মিক আগুন


আগামী নিউজ | নূর নবী জনী, বরিশাল প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০৯:১৩ এএম
ভোলায় চলন্ত ফেরিতে আকস্মিক আগুন

ছবিঃ আগুন জ্বলছে মেঘনায় চলন্ত ফেরি।

বরিশালঃ মেঘনা নদীতে চলন্ত ফেরিতে আগুন লেগে ৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল আগামী নিউজকে জানান, ফেরিটি লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশা আসছিল। ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগামীনিউজ/জনী