Dr. Neem on Daraz
Victory Day

যশোরে আরও ৪৪ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৯:৩৯ পিএম
যশোরে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

যশোর: জেলায় কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভয়ংকর হয়ে উঠেছে। গত দুই দিনে জেলায় করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে বুধবার (৭ এপ্রিল)   নতুন করে ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ৫ হাজার ৩শ’ ৮৫ জন করোনায় আক্রান্ত হলেন।

বুধবার (৭ এপ্রিল)  রাত ৯টায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে ১০১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। তাতে ২৯ জনের করোনা পজেটিভ ফলাফল রয়েছে। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪০ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

নতুন করে আক্রান্ত ৪৪ জনের মধ্যে সদর উপজেলায় ৩৫ জন , শার্শা উপজেলায় ২ জন, ঝিকরগাছা উপজেলায় ২ জন, চৌগাছা উপজেলায় ২ জন ও মণিরামপুর উপজেলায় ৩ জন রয়েছেন।

এদিকে, গত ২ দিনে যশোরে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। তারা হলেন যশোর শহরের  ঘোপ নওয়াপাড়া রোডের মোমেনা খাতুন (৩৫), ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের জগন্নাথ পাল (৬৫) ও নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের আবুল কাশেম (৪৫)। 

ডা. রেহেনেওয়াজ আরও জানান, যশোর করোনা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহের দিকে যাচ্ছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানিয়েছেন, ৭ মার্চ পর্যন্ত জেলায় ৩০ হাজার ৯শ’ ৫২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। তাতে ৫ হাজার ৩শ’ ৮৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৭৪ জন। এরমধ্যে যশোরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৬৩ জন। এছাড়া ঢাকায় ৫ জন খুলনায় ৪ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১জন। 

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন জানান, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মারা যাওয়া ২ জনের ব্যাপারে ৭ এপ্রিল পর্যন্ত তাকে জানানো হয়নি। যে কারণে হিসাবে আনা হয়নি। ওই ২ জনের ধরলে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ৭৬ জন। সিভিল সার্জন আরও জানান, দ্বিতীয় ঢেউয়ে করোনা ভাইরাস আরও ভয়ংকর হয়ে উঠছে। মানুষকে সচেতনতায় তার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মীরা শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালানোর পাশাপাশি মাস্ক বিতরণ করেছেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে