Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

দিনাজপুরে ২৫ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৮:২২ পিএম
দিনাজপুরে ২৫ জনের করোনা শনাক্ত

দিনাজপুর: জেলায় গত ২৪  ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫ জন। বুধবার (৭ এপ্রিল) বিকালে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯ জনের,  করোনা শনাক্ত ২৫ জন, ফলো আপ পজিটিভ ১ জন। নতুন করোনা আক্রান্ত সনাক্তদের মধ্যে সদরে ১৯, বিরলে ১,পার্বতী পুর উপজেলার ৪ জন।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৪১%। যা কয়েক দিনের তুলনায় বেশি। মঙ্গলবার আক্রােন্তর সংখ্যা ছিল ১২ জন। বর্তমানে রোগীর সংখ্যা ১৩২ জন। ২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ২১১,মোট নমুনা সংগ্রহ ৩৭৩৭০,মোট নমুনা পরীক্ষা ৩৪৭৫৪। 

সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৯৭, মোট কোয়ারেন্টাইন ৩০ হাজার ৬২১ জন। ২৪ ঘন্টায় ছাড় পত্র ৬৫ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩০ হাজার ৩৩২ জন। হোম আইসোলেশনে আছেন ১৬১ জন। হাসপাতালে ভর্তি ১৭ জন। 

করোনা সংক্রমণ রোধে  টিকা কর্মসূচী  চলমান এবং ২য় ডোজের টিকা ৮ তারিখ থেকে শুরু হবে। 

আগামীনিউজ/মালেক