Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

সেনবাগে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৮:০০ পিএম
সেনবাগে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী: জেলার সেনবাগ পৌরসভায় পুকুরের পানিতে ডুবে আবিদা ইউছুফ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আবিদার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে মধ্য অর্জুনতলা এলাকার আবদুল ওয়াদুদ মিয়ার বাড়ীর পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত আবিদা ইউছুফ ওই বাড়ীর আবু ইউছুফ জীবনের মেয়ে। সে স্থানীয় ইব্রাহিমীয়া ইসলামীয়া মাদ্রাসার প্রথম জমাতের ছাত্রী ছিল।

নিহতের চাচা মো. জুয়েল জানান, দুপুরে পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় কোন এক সময় আবিদা ঘর থেকে বের হয়ে যায়। দুপুর থেকে বিকেল পর্যন্ত আশপাশের সব স্থানে খুঁজেও আবিদার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে পুকুরে নেমে আমরা খুঁজতে থাকি। এর একপর্যায়ে পুকুরে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি আবিদাকে মৃত ঘোষণা করেন।

আগামীনিউজ/মালেক