সিরাজগঞ্জ: জেলার তাড়াশে বিষাক্ত সাপের কামড়ে জিল্লুর রহমান (৪৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাড়াশ উপজেলার খাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাপুড়ে ওই গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৪৫)।
তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলার খাশপাড়া গ্রামের একজনে বাড়িতে সাপ আছে এমন খবর পেয়ে সাপটি ধরতে যায় জিল্লুর রহমান। এ সময় মাটি খুড়ে সাপটি ধরে বস্তায় বন্দী করার সময় হাতে কামড় দিলেই অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত জিল্লুর এলাকায় সাপে কাটা রোগীদের চিকিৎসা করতেন ও বিভিন্ন সময় সাপ দরতো। কিন্তু সেই বিষাক্ত সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
আগামীনিউজ/মালেক