Dr. Neem on Daraz
Victory Day

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে নিহত ৪ , বহু ক্ষয়ক্ষতি


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ০৬:১৩ পিএম
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে নিহত ৪ , বহু ক্ষয়ক্ষতি

ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: জেলার ৫ উপজেলায় আকষ্মিক কাল বৈশাখী ঝড়ে ৩ নারীসহ ৪জন প্রাণ হারিয়েছে। 

রোববার (৪ এপ্রিল) বিকেলে জেলার ৫টি উপজেলায় আকষ্মিকভাবে এক শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানে। 

কালো মেঘের সাথে প্রচন্ড ঝড়ো বাতাস ও বজ্র বৃষ্টিতে জেলার সদর উপজেলা, সুন্দরগঞ্জ পলাশবাড়ী, সাদুল্যাপুর ও ফুলছড়ি উপজেলার বিভিন্নস্থানে গাছগাছড়া ভেঙ্গে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে পলাশবাড়ী উপজেলার বেতাকাপা গ্রামে এক নারী সহ দুইজন, সুন্দরগঞ্জে একজন এবং ফুলছড়িতে একজনের মৃত্যু হয়েছে।

ঝড়ে বহু বাড়ী-ঘর লন্ডভন্ড হয়েছে। অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে। বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে ও উড়ে যাওয়া চালের টিনের আঘাতে প্রায় ৪০জন আহত হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এখনও পুরো জেলা জুড়ে বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। গাছ ভেঙ্গে পড়ে গাইবান্ধা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও জেলায় বোরো ধান সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়তির পরিমাণ নিরুপনে কাজ করছে প্রশাসন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে