Agaminews
Bangla Noboborsho
Dr. Neem Hakim

বগুড়ায় কোচিং খোলা রাখায় জরিমানা


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১, ২০২১, ০৩:২৭ পিএম
বগুড়ায় কোচিং খোলা রাখায় জরিমানা

ছবি: আগামী নিউজ

বগুড়া: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় বগুড়ায় একটি কোচিং সেন্টারের চার শিক্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১০টার দিকে বগুড়া শহরের জ্বলেশ্বরীতলায় সানলিট আইডিয়াল কোচিং সেন্টারে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান ও নাছিম রেজা।

তারা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনার মাঝে কোচিং সেন্টার বন্ধ রাখতেও বলা হয়েছে। সেই নিদের্শনা অমান্য করে কোচিং চালু রাখায় ওই চার শিক্ষককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আগামীনিউজ/মালেক