Dr. Neem on Daraz
Victory Day

চাঁদাবাজীর অভিযোগে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার 


আগামী নিউজ | কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৮:১০ পিএম
চাঁদাবাজীর অভিযোগে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার 

ফাইল ছবি

পটুয়াখালী: জেলার  কলাপাড়ায় এক ব্যবসায়ীর কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: জুয়েল রানা (২২) কে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে পৌরশহরের নাচনাপাড়া এলাকার বাড়ী থেকে তাকে গ্রেফতার  করা হয়। তার বিরুদ্ধে মো: রেজাউল করিম মৃধা নামে এক ব্যবসায়ী ৩০ মার্চ রাতে থানায় একটি মামলা দায়ের করেন। এতে জুয়েল রানাকে প্রধান আসামী করে তার এক সহযোগী মাসুম (২২)’র নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়।

পুলিশ ও মামলার বিবরনে জানা গেছে, রেজাউল করিম মৃধা দীর্ঘদিন ধরে ফেরিঘাট এলাকায় বালু সিমেন্টের ব্যবসা করে আসছিল। ২৮ মার্চ একটি বালুর কার্গো আনলোড করার সময় জুয়েল রানা দুই লাখ টাকা চাঁদা দাবী করে, না দিলে বালু আনলোড বন্ধ করতে হুমকি দেয়। এসময় ব্যবসায়ীর সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে কার্গোর সুকানী জসিমের কাছ থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রেজাউল করিম মৃধা থানায় মামলা করার পর পরই পুলিশ জুয়েল রানাকে গ্রেফতার  করে।

উল্লেখ্য, এর আগেও জুয়েলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে। ওই সব মামলায় জুয়েল আদালত থেকে জামিনে রয়েছেন।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: শওকত জাহান সাংবাদিকদের জানান, ব্যবসায়ীর মামলার ভিত্তিতে জুয়েল রানাকে গ্রেফতার করে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে