সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক আটক
                        
                        
                            
                                 আগামী নিউজ | রানা আহমেদ,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ২৬, ২০২১,  ০২:০৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        সিরাজগঞ্জঃ জেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করা হয়েছে। 
 
শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২'র সিনিয়র সহকারী পুলিশ সুপার এ্যাডজুটেন্ট এবং অপস্ অফিসার প্রণব কুমার সরকার।
 
এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সলঙ্গা হাইওয়ে সড়কের গোলকপুর অতিথি আবাসিক হোটেল এলাকা থেকে আটক করা হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সলঙ্গা হাইওয়ে সড়কের গোলকপুর অতিথি আবাসিক হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। 
 
এ সময় (ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) ট্রাক জব্ধ করলে গাড়ী থেকে নাসিম বিশ্বাস ও হেলপার হৃদয় নামের দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
আগামীনিউজ/এএস