সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ আটক ১
                        
                        
                            
                                 আগামী নিউজ | রানা আহমেদ,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ২৩, ২০২১,  ০৬:৫৮ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        সিরাজগঞ্জঃ খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৮ বস্তা চালসহ আব্দুর রাজ্জাক (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরের দিকে পৌর এলাকার কালিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
আটক আব্দুর রাজ্জাক সদর উপজেলার কুশাহাটা গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।  
 
সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিবাড়ী বাজারে অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রাজ্জাকের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
 
খাদ্য অধিদপ্তরের সিলমোহরকৃত এসব বস্তায় ৩০ কেজি করে মোট ১৪৪০ কেজি চাল রয়েছে। এ সময় ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
আগামীনিউজ/এএস