নওগাঁয় প্রেমিকাকে গনধর্ষণ: মূলহোতা প্রেমিক জেলহাজতে
                        
                        
                            
                                 আগামী নিউজ | এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ২১, ২০২১,  ০২:০৮ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        নওগাঁঃ জেলার বদলগাছীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে প্রেমিকা গণধর্ষণের শিকার হওয়ার ঘটনার প্রধান হোতা প্রেমিক আব্দুল আলীমকে অবশেষে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
 
আজ রোববার আলীমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, গত ১৮মার্চ প্রেমিকের সাথে দেখা করার জন্য বদলগাছী উপজেলায় আসে  মেয়ে। সেখান থেকে প্রেমিক মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে একই গ্রামে তার খালাতো ভাই ফজলুর বাসায় নিয়ে যায়।
 
এসময় স্থানীয় ছেলেদের আনাগোনাতে ফজলুর যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদেরকে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে বের করে দেয়। এসময় বাড়ির পাশে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আরো ৩ যুবক মেয়েটিকে জোরপূর্বক ফসলের মাঠে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে।
 
এই ঘটনায় ১৯মার্চ ওই ৩যুবকের বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করলেও বাদ রাখেন প্রধান হোতা মেয়েটির প্রেমিক আব্দুল আলীম ও  তার খালাতো ভাই ফজলুরকে। এ বিষয়ে সংবাদ প্রচারিত হলে প্রধান হোতা আব্দুল আলীমকে পুলিশ আটক করে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
 
আগামীনিউজ/এএস