ফরিদপুরে দুই হাজার ইয়াবাসহ যুবক আটক
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মার্চ ১৭, ২০২১,  ০৩:২৭ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ সদর উপজেলার জ্ঞানদিয়া এলাকা হতে দুই হাজার পিচ ইয়াবা সহ তুহিন শেখ (২৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
 
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার সময় তার নিজ বাড়িতে থেকে তাকে আটক করা হয়। 
 
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে আগামী নিউজকে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জ্ঞানদিয়া এলাকা হতে দুই হাজার পিচ ইয়াবা সহ তুহিন শেখ নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি বলেন উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬৫ হাজার টাকা। 
 
আটককৃত ওই যুবকের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দেয়া হয়েছে বলেও তিনি জানান। 
 
আগামীনিউজ/এএস