Dr. Neem on Daraz
Victory Day

মোবাইল চালাতে বাধা দেওয়ায় কিশোরের আত্মহত্যা


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ১০:৪১ পিএম
মোবাইল চালাতে বাধা দেওয়ায় কিশোরের আত্মহত্যা

ফাইল ছবি

চট্টগ্রামঃ জেলার মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় রশিদ বিল্ডিং আমির সওদাগরের ভাড়া বাসায় বড় বোনের সাথে অভিমান করে ছোট ভাই ইমন হোসেন খান (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া গ্রামে।বৃহস্পতিবার গভীররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী কিশোরের বড় বোন রুবিনা আকতার জানান, ছোট ভাই ইমন প্রতিদিন রাত জেগে মোবাইল চালানোর কারনে আমি সবসময় নিষেধ করতাম। ঘটনার দিন রাত ১২টার দিকে মোবাইল ব্যবহার করতে দেখলে আমি মোবাইলটা নিয়ে নেই। পরে ভোর চারটার দিকে দেখি, তার গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার (ওসি) মোহাম্মদ মহসিন আগামী নিউজকে জানান, নগরীর রশিদ বিল্ডিং এলাকায় এক কিশোরের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে মোবাইল নিয়ে ঝগড়ার জেরে সম্ভবত রাগ করে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে