Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

উল্লাপাড়া ফুলজোড় নদীতে ডুবে শিশুর মৃত্যু


আগামী নিউজ | রানা আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ১০:৩৩ পিএম
উল্লাপাড়া ফুলজোড় নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি

সিরাজগঞ্জঃ উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ফুলজোড় নদীতে ডুবে অনন্য (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (০৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনন্য ওই গ্রামের সুবল কুমার হালদারের ছেলে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে কয়েকটি শিশুর সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নামে অনন্য। নদীর অল্প পানিতে খেলা করতে করতে অনন্য হঠাৎ বেশি পানির মধ্যে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। 

আগামীনিউজ/সোহেল