Dr. Neem on Daraz
Victory Day

মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ১৭


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৫:১৪ পিএম
মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ১৭

আগামী নিউজ

ঝিনাইদহঃ জেলার মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৭ জনকে আটক করেছে বিজিবি।
 
বৃহম্পতিবার রাতে ও শুক্রবার ভোর রাতের দিকে সীমান্তবর্তী শ্যামকুড় ও মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 
 
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান আগামী নিউজকে জানান,  সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মহেশপুর শ্যামকুড় ও মাটিলা এলাকার পাকা রাস্তা থেকে ১৭ জনকে আটক করেছে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় নোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। 
 
উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা-যাওয়ার সময় ১৪৪ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী আট দালালকে আটক করে বিজিবি।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে