Dr. Neem on Daraz
Victory Day

মাওয়ায় বাস চাপায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৫:৩৭ এএম
মাওয়ায় বাস চাপায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

মুন্সীগঞ্জঃ মাওয়ায় মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ার পর বাস চাপায় ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে মাওয়ার পদ্মা সেতুর নির্মাণাধীন টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) এবং একই গ্রামের কাদের হাওলাদারের ছেলে ফরমান হাওলাদার (২০)।

জানা গেছে, নিহতরা মোটর সাইকেলে ঢাকা থেকে শরীয়তপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে পিছনের বিআরটিসির একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।

স্হানীয় হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মোস্তফা জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

আগামীনিউজ/এসডি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে