চট্টগ্রামে বিএনপির সংবাদ সম্মেলন
                        
                        
                            
                                 আগামী নিউজ | শরীফ হায়দার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১,  ০৫:৩৩ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
চট্টগ্রামঃ বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে দীর্ঘদিন অন্যায়ভাবে আটক রাখার প্রতিবাদে ও মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সন্মেলনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভাগ-বাঁটোয়ারার মহোৎসব চলছে।
 
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত সবাইকে সম্পৃক্ত করে বেআইনিভাবে দেশের জনগণকে জেলে রাখা হচ্ছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে।
 
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, আইনের শাসন অনুসরণ করলে আসলাম চৌধুরীকে জামিন না দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু সরকার আইনি প্রক্রিয়া চালাতে দিচ্ছে না। জামিন নিতে গেলে সরকারের একের পর এক সময়ের আবেদনের অর্থই হলো তাকে জেলে আটকে রাখা। অবিলম্বে আসলাম চৌধুরীকে মুক্তি দিতে হবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
 
আগামীনিউজ/এএস