Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় ১১দিনের টিকা নিয়েছে ১ হাজার ৪৬৬ জন


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৮:২৪ পিএম
খোকসায় ১১দিনের টিকা নিয়েছে ১ হাজার ৪৬৬ জন

সংগৃহীত

কুষ্টিয়াঃ মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষা কল্পে টিকা কার্যক্রম উদ্বোধনের ১১ দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ১হাজার ৪৬৬ জন টিকা গ্রহন করেছেন। এদের মধ্যে পুরুষ ৮৯৬ ও নারী ৫৭০ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা টিকাদান কেন্দ্রের অফিস সূত্র বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরো জানান এ পর্যন্ত খোকসা উপজেলা বাঁশির করণা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার ৯০২ জন। 
 
উল্লেখ্য খোকসাবাসী করোনা মহামারী প্রাদুর্ভাব লাঘবে উদ্বোধনী দিন থেকে মহা উৎসবে করোনা টিকা গ্রহন করেছেন। এরই মাঝে উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচিত প্রতিনিধি ও করোনা মহামারী ফ্রন্ট অনলাইনের যোদ্ধা করোনার টিকা গ্রহণ করেছে বলেও জানা গেছে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে