Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

গোবিন্দগঞ্জে সড়কে প্রান গেলো ৩ জনের


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৫:৫১ পিএম
গোবিন্দগঞ্জে সড়কে প্রান গেলো ৩ জনের

আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ দ্রুতগামী একটি মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাইলপোস্টে ধাক্কা দেয়ায় মোটর সাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা সড়কে একঢালা বটগাছ নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি দ্রুতগামী মোটর সাইকেল ৩ আরোহী সহ পানিতলা-রাজাবিরাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাইলপোস্টে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতলে নেয়ার চেষ্টা করে। কিন্তু এতে ঘটনাস্থলেই ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহতরা হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কুপা গ্রামের বাসিন্দা মোজাফ্ফর রহমানের ছেলে সুমন মিয়া (২৬), শাহজাহান আলীর ছেলে আব্দুল্যাহ (১৬) ও শরিফুল ইসলামের ছেলে সাকিব হোসেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। 

গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীনিউজ/এএস