সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
                        
                        
                            
                                 আগামী নিউজ | রানা আহমেদ,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২১,  ০১:১০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
সিরাজগঞ্জঃ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোবহান (৩০) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।
সোমবার (৮ ফেব্রুয়ারী) সকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আব্দুস সোবহান চাঁদপুর জেলার হাইমচর থানার মোয়াজ্জেমপুর গ্রামের আব্দুল গণি সরকারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে হানিফ পরিবহন যাত্রীবাহী বাস নং- ঢাকা মেট্রো-ব-১৫-৫২০৭ তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
 
এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়। এঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সরনী ১৯ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
 
আগামীনিউজ/এএস