Dr. Neem on Daraz
Victory Day

পাথালিয়ায় ভিজিডি কার্ডের চাল বিতরণ


আগামী নিউজ | শরিফ শেখ, সাভার প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১, ১১:৪১ এএম
পাথালিয়ায় ভিজিডি কার্ডের চাল বিতরণ

আগামী নিউজ

ঢাকাঃ রাজধানীর উপকন্ঠ সাভারের পাথালিয়া  ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৯৪  হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে নয়ারহাট চেয়ারম্যান পারভেজ দেওয়ানের নিজস্ব  কার্যালয় থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ৯০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান।

২০২০- ২০২১ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।

এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব মোঃ শরিফ উজ জামান, শহিদ সার্জেন্ট সাবেদ দেওয়ান দৌহিত্র সোহাগ দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম, পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর খান, আন্তঃজেলা ট্রাক টার্মিনালের নয়ারহাট শাখার সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা সরিফুল ইসলামসহ প্রমুখ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে