Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

ঠাকুরগাঁওয়ে চুরির দায়ে যুবকের কারাদণ্ড


আগামী নিউজ | শামসুল আলম, জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৮:২৯ পিএম
ঠাকুরগাঁওয়ে চুরির দায়ে যুবকের কারাদণ্ড

ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ আজ জেলার সদর উপজেলার পৌরসভায় আধুনিক সদর হাসপাতালে আসা রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির প্রচেষ্টা ও বল প্রয়োগের সময় স্থানীয় জনসাধারণ এক যুবককে হাতেনাতে ধরে ফেলে।

আটককৃত ব‍্যক্তি জগ্ননাথপুর ইউনিয়নের চন্ডিপুর  নিবাসী মোঃ আজহারুল ইসলাম(২২) পিতাঃ মৃত আনোয়ার হোসেন।

এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হন।স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে এবং এসময় তিনি অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করলে, সে তার অপরাধ স্বীকার করে। তাকে তিনি তাৎক্ষণিকভাবে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান  উপজেলা নির্বাহী  অফিসার।

আগামীনিউজ/নাসির