Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

চাঁপাইনবাবগঞ্জে সেফ ফুড প্রোডাক্টস এর সাংবাদিকদের সাথে মতবিনিময়


আগামী নিউজ | জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৭:০৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে সেফ ফুড প্রোডাক্টস এর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আগামী নিউজ

চাঁপাইনবাবগঞ্জঃ নিরাপদ খাদ্যে গড়বো দেশ, সু-স্বাস্থ্যের বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য গড়ার লক্ষে সেফ ফুড প্রোডাক্টস এর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াগোলা পুলিশ লাইন্সে সামনে মতবিনিময় অনুষ্ঠি হয়।

মতবিনিময় সভায় সাংবাদিক মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সেফ ফুড প্রোডাক্টস এর স¦ত্বাধিকারী মোঃ রাকিবুল ইসলাম বাবু, সাংবাদিক মোঃ জোনাব আলী, মোঃ রফিকুল আলম, ডাবলু কুমার ঘোষ, আশরাফুল ইরসলাম রঞ্জু প্রমুখ।

সভায় প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জানান হয়, জেলার সর্বত্র নিরাপদ খাদ্যে পৌছিয়ে দেয়ার জন্য সেফ ফুড প্রোডাক্টস এর বিভিন্ন পণ্য বাজারজাত শুরু হয়েছে। আর ভেজালমুক্ত এবং নিরাপদ খাদ্য ভোক্তারা যাতে ঘরে বসে অনলাইন বা হোমডেলিভারীর মাধ্যমে পায় সেই সুযোগও রাখা হয়েছে।

আগামীনিউজ/এএস