Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

বগুড়ায় করোনায় আক্রান্ত ৪২, মৃত্যু ১


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ০৬:০৯ পিএম
বগুড়ায় করোনায় আক্রান্ত ৪২, মৃত্যু ১

আগামী নিউজ

বগুড়াঃ গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আরো ৪২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরো একজনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াঁলো ২৩৮ জনে।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এসব তথ্য জানান।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় জেলার দুটি পিসিআর ল্যাবে ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৪২ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৩২ জন। এ নিয়ে জেলা  করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৯ হাজার ৭শ ৪৭জন আর সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯ হাজার ২শ ৩৪জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৫ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এনামুল হক (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বগুড়া শহরের বাদুঁড়তলা এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, নয়দিন পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত রোববার থেকে করেনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

আগামীনিউজ/এএস