Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

হবিগঞ্জে সড়কে প্রাণ গেল ব্র্যাক কর্মীর


আগামী নিউজ | মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ১১:২৮ এএম
হবিগঞ্জে সড়কে প্রাণ গেল  ব্র্যাক কর্মীর

আগামী নিউজ

হবিগঞ্জঃ জেলার লাখাইয়ে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে বেসরকারি সংস্থা ব্র্যাকের এস এম কেরামত আলী (৫০) নামে এক কর্মীর প্রাণ গেছে।
 
সোমবার সকালে  উপজেলার মনতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হবিগঞ্জ লাখাই সড়কের মনতৈল নামস্থানে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে ওই  ব্র্যাক কর্মী কেরামত নিহত হন। 
 
নিহত কেরামত  ময়মনসিংহ জেলার বাসিন্দা ও লাখাই উপজেলার বুল্লা ব্র্যাক অফিসের মাঠ কর্মী ছিলেন।
 
এ ব্যাপারের হবিগঞ্জ ব্র্যাক অফিসের ম্যানেজার অমর নাথ বলেন, কেরামত দীর্ঘ ১০ বছর ধরে হবিগঞ্জে ব্র্যাকের কাজ করে  আসছেন আজ সোমবার সকালে  শায়েস্তানগর তার বাসা থেকে লাখাই বুল্লা ব্র্যাক অফিসে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়।
 
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক মিঠুন রায়।
 
আগামীনিউজ/এএস