Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

একই পরিবারের ৩ নারী কাউন্সিলর বিজয়ী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ১২:১৫ এএম
একই পরিবারের ৩ নারী কাউন্সিলর বিজয়ী

ছবি; সংগৃহীত

মেহেরপুরঃ জেলার গাংনী পৌরসভা নির্বাচনে একই পরিবারের তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

তারা হলেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ফিরোজা খাতুন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে মামাত ভাইয়ের বউ ঝর্ণা খাতুন ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে সাজেদা খাতুন। এদের মধ্যে ফিরোজা খাতুন ও সাজেদা খাতুন সহোদর বোন এবং ঝর্ণা খাতুন তাদের মামাত ভাইয়ের স্ত্রী।

গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়া জানান, ফিরোজা খাতুন ও সাজেদা খাতুন আমার বোনের মেয়ে এবং ঝর্ণা খাতুন ছেলের স্ত্রী।

গাংনী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তিনজনেই এক পরিবার থেকে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান তিনি।

আগামীনিউজ/এএইচ