Dr. Neem on Daraz
Victory Day

আইজিপি স্যারের দেখানো পথে হ্যামিলনের বাশিঁওয়ালা হতে চাই


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০৭:৫৮ পিএম
আইজিপি স্যারের দেখানো পথে হ্যামিলনের বাশিঁওয়ালা হতে চাই

আগামী নিউজ

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেছেন, বালিয়াকান্দি থানায় কোন ধরনের অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা।

কেউ যদি কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা চালান তাহলে কাউকেই ছাড় দেওয়া হবেনা। সকল অপরাধকে শক্ত ভাবে দমন করা হবে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশ সদস্যরা সবসময় সজাগ থাকবে। সাধারণ মানুষের সুখে-দুখে আমরা তাদের পাশে থাকবো। জনসেবায় বালিয়াকান্দি থানার পুলিশ উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে। বাংলাদেশ পুলিশের গর্ব আইজিপি বেনজির আহমেদ (বিপিএম বার) স্যারের দেখানো পথ ধরে হ্যামিলনের বাশিঁওয়ালা হতে চাই আমরা।

শুক্রবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধীনগর পার্থ সারথী মন্দির আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমাধীনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারোদ কুমার বাছাড়, এসআই মেহেদি হাসান প্রমুখ।

ওসি তারিকুজ্জামান উপস্থিত বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, শীতের মৌসুমে চোর-ডাকাতদের উপদ্রপ বাড়ে। তাই আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং বাজার এলাকাটি সিসি ক্যামেরা স্থাপন করবেন।
 
এ সময় তিনি আরো বলেন, চোর-ডাকাতরা সাবধান থাকবেন। কোন রকম ঝামেলা করবেন না। আমার শান্তি প্রিয় মানুষকে শান্তিতে থাকতে দিবেন। কোন রকম অশান্ত পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালালে আমি কিন্তু বসে থাকব না।

আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে