Agaminews
Dr. Neem Hakim

মধুখালীতে শিশু কন্যা নিখোঁজ


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১, ০৭:০১ পিএম
মধুখালীতে শিশু কন্যা নিখোঁজ

সংগৃহীত

ফরিদপুরঃ মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিনের শিশু কন্যা তিশা করিম (৭) নিখোঁজ হয়েছে। 
 
সোমবার সন্ধায় আওয়ামীলীগ নেতার শশুর বাড়ি উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তিশার নানা বাড়ী থেকে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে মধুখালী থানায় রাতেই আওয়ামীলীগ নেতা রেজাউল করিম তুহিন নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।
 
তিনি জানান, তার বড় মেয়ে তিশা করিম বয়স ৭বছর। গত ৬ জানুয়ারি আমার স্ত্রীর সাথে শশুর বাড়ি আড়পাড়াতে বেড়াতে যায়। ১১ জানুয়ারি সন্ধায় মাগরিবের পরে সে আর বাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে না পেয়ে থানায় জিডি করেছি।
 
তিশার পরনে গোপালি রংয়ের জামা, আকাশি রঙ্গের পাজামা এবং পায়ে গোলাপী বারমিজ স্যান্ডেল রয়েছে। তার উচ্চতা প্রায় তিন ফিট। মধুখালী থানার জিডি নম্বর ৪৩৪ তাং-১১.০১,২১।  
 
এ ব্যাপারে থানা ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্তে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে।
 
আগামীনিউজ/এএস