Agaminews
Dr. Neem Hakim

সাতক্ষীরায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫


আগামী নিউজ | আজমল হোসেন জুয়েল, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১, ১১:২০ এএম
সাতক্ষীরায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫

ছবিঃ আগামী নিউজ

সাতক্ষীরাঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় যাত্রীবাহী বাস মাছের ঘেরে পড়ে দুইজন নিহত হয়েছেন।

আজ রবিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রামপদ মন্ডল, অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, খুলনা থেকে যাত্রীবাহী বাসটি শাকদাহ এলাকায় পৌঁছালে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ক্রস করতে দিয়ে এ দুর্ঘটনা ঘটে। একটি বাস মাছের ঘেরে ঢুকে যায়, অন্য বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, হাসপাতালে এখনো পর্যন্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ থেকে ১৫ জন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

আগামীনিউজ/এএস