Agaminews
Dr. Neem Hakim

পানছড়ি ও মাটিরাঙ্গা ২শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


আগামী নিউজ | রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১, ০৩:১৫ পিএম
পানছড়ি ও মাটিরাঙ্গা ২শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি: আগামী নিউজ

খাগড়াছড়িঃ জেলার পানছড়ি ও মাটিরাঙ্গায় গরীব অসহায় ও দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে জুনাব আলী ফাউন্ডেশনের উদ্যোগ পানছড়ির লোগাং, উল্টাছড়ি ও মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবি  এডভোকেট এয়াকুব আলী চৌধুরী প্রধান অতিথি হিসেবে  পানছড়ির লোগাং ও উল্টাছড়ি এবং মাটিরাঙ্গা উপজেলার বর্ণালের ২শ মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেন।

এ সময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঈসমাইল নবী শাওন, বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারী  মো: ছাদেকুর রহমান, স্থানীয় মেম্বার সাহেব আলী ও ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাহাড়ের শীতার্থদের সাহায্যার্থে সমাজের বিত্তবানসহ সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

আগামীনিউজ/এএস