Agaminews
Dr. Neem Hakim

সাভার পৌর নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার কর্মীরা


আগামী নিউজ | শরিফ শেখ, সাভার প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১, ০৭:২০ পিএম
সাভার পৌর নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার কর্মীরা

ছবি: আগামী নিউজ

সাভারঃ দ্বিতীয় ধাপের সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাজী আব্দুল গনি দলীয় নেতাকর্মী নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
 
আওয়ামী লীগের প্রার্থী আব্দুল গনি পক্ষে শুধু পুরুষরাই নয় মহিলা নেত্রীরাও তাদের কর্মীদের নিয়ে ছুটছে ভোটারদের কাছে। এসময় তারা তুলে ধরছেন সাভার পৌরসভার গত ৫ বছরের উন্নয়নের চিত্র। ভোটারও বলছেন সাবেক মেয়রের সময়ে তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
 
কিন্তু বর্তমান মেয়রের সময়ে সাভার পৌর এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের দিকে তাকিয়ে নৌকার জোয়ার উঠেছে এ পৌরসভার ভোটারদের মাঝে।
 
বৃহস্পতিবার দুপুর থেকে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের ভোট চাইতে নামে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
 
এসময় উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান শাহেদ, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের  সাবেক সভাপতি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা মো. মোশাররফ হোসেন মুসা, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হাজী মো. শহিদুল ইসলাম মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
আগামীনিউজ/এএস