Dr. Neem on Daraz
Victory Day

অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নের সময় মাইকে ঘোষণা দিয়ে হামলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০, ১১:৩৭ এএম
অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নের সময় মাইকে ঘোষণা দিয়ে হামলা

ঢাকাঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করার সময় মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তিতাস গ্যাসের লোকজন এবং পুলিশের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশের ৮ সদস্য ও তিতাসের ৩ জনসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রবিবার (৬ ডিসেম্বর) বিকালে আড়াইহাজারের ঝাউগড়া উত্তরপাড়া ঈদগা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তিতাস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানায়, রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে তিতাস গ্যাস যাত্রামুড়া অফিসের উপ-ব্যবস্থাপক রিফাত আব্দুল্লাহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে আড়াইহাজারের ঝাউগড়া উত্তরপাড়া ঈদগা সংলগ্ন সড়কের পাশে অবৈধ গ্যাস লাইনটি বিচ্ছিন্ন করতে যায়।

এসময় ঝাউগড়া উত্তরপাড়া তিনতলা জামে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়। মাইকে ঘোষণা পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঝাউগড়া উত্তরপাড়াসহ কয়েকটি এলাকার কয়েকশ পুরুষ ও নারী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তিতাসের লোকজন ও পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় গ্রামবাসী বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ নিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার চলতে থাকে। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উজ্জ্বল হোসেন জানান, তিতাসের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে গেলে এলাকার লোকজন পুলিশ ও তিতাসের লোকজনের ওপর হামলা চালায়। এসময় লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জানমাল রক্ষার্থে শর্টগানের গুলি ব্যবহার করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। কারা কারা হামলা চালিয়েছে তাদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। নাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

তিতাসের যাত্রামুড়া অফিসের উপ-ব্যবস্থাপক রিফাত আব্দুল্লাহ জানান, এ অবৈধ সংযোগটি দিয়ে ১০ বছরের বেশি সময় ধরে কয়েকটি গ্রামের হাজারেরও বেশি রাইজার বসিয়ে গ্যাস ব্যবহার করে যাচ্ছিল। কয়েকবার বিচ্ছিন্ন করতে গিয়েও তাদের ব্যর্থ হতে হয়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন জানান, অভিযানে শহরের পুলিশ লাইন থেকে পুলিশ আনা হয়েছিল।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামকে একাধিকার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে