Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ১০জনকে জরিমানা


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০, ০৭:৪৩ পিএম
বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ১০জনকে জরিমানা

ছবি: আগামী নিউজ

রাজবাড়ীঃ দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে করোনা নিয়ন্ত্রণ সপ্তাহের দ্বিতীয় দিনে বালিয়াকান্দি বাজারে ১০জনকে ১ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকালে জেলা প্রশাসকের নির্দেশনায় করোনা নিয়ন্ত্রণ সপ্তাহের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি না মেনে এবং মাস্ক না পরে চলাফেরা করায় পথচারী, ব্যবসায়ীসহ ১০জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮এর ২৪ (২) ধারায় ১ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা।

এসময় জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক বিতরণ, বিভিন্ন অটোগাড়ীতে মাস্ক পরিধান বিষয়ে সতর্কীকরণ স্টিকার লাগিয়ে দেয়া হয়। এছাড়াও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সময় মাস্ক পরিধানের বিষয়ে বিশেষভাবে সতর্ক ও মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করতে অনুরোধ করা হয়।
বালিয়াকান্দি থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে