Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

কুমারখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


আগামী নিউজ | হুমায়ুন কবির, জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০, ০৫:৫৪ পিএম
কুমারখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়াঃ জেলার কুমারখালী থানা পুলিশ মোঃ সাইফুল ইসলাম ওরফে শরিফ নামে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে।
 
গতকাল শুক্রবার থানার এসআই  হাসান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেন।
 
সে নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গোরস্থান পাড়ার নজরুল ইসলামের ছেলে।
 
কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান  জানান, শরীফ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ২০১৬ সালে শিশু ও নারী নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায়  আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে সিলেটের মৌলভীবাজার থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
 
আগামীনিউজ/এএস