ছবিঃ আগামী নিউজ
গাজীপুরঃ অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে এক কারখানার ম্যানেজারকে কারাদন্ড ও পাঁচ নারীসহ ১৪ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ওয়াশিং প্ল্যান্ট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এ অভিযানকালে আদালত এক হাজার শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারন করে। মঙ্গলবার রাতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠাণ ও বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, অভিযানকালে আদালত অবৈধ গ্যাস লাইন স্থাপন করে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করার দায়ে গাছা থানাধীন বোর্ডবাজারের আইইউটি রোডের কাথোরা এলাকার মেসার্স এমা ড্রাই প্রসেস নামের একটি কারখানার ম্যানেজার আনিসুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত এসময় কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। এছাড়াও অননুমোদিতভাবে মেইন লাইনে সংযোগ দিয়ে গ্যাস কমপ্রেসার ও বুস্টার দিয়ে গ্যাস টেনে নিয়ে অবৈধভাবে ব্যবহারের দায়ে শহীদ সিদ্দিক রোড এলাকায় অবস্থিত মেসার্স পারফেক্ট ওয়াশিং লিমিটেডকে ৮০ হাজার টাকা অর্থদন্ড করে আদালত।
একই আদালত গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার রওশন সড়ক, মোগর খাল ও শরীফপুর কোনাপাড়া এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ নারীসহ ১৪ জনকে মোট ৫ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করে।
- 18 November 2020-TITAS (One Jailed & 14 persons fined for using illegal gass)-1-20201119070443.jpg)
তিনি জানান, অভিযানকালে একটি বেকারীসহ প্রায় ৭শ’টি বাসা বাড়ির এক হাজার ৭শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত সাড়ে ৩ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩শ’মিটার গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। এসময় চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ীর মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।
অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান ও প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ-সহকারী প্রকৌশলী মজিবুর রহমান ও সাবিনুর রহমান, রাজস্ব উপ-শাখার সহকারি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যালটিম এবং পুলিশ ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/এএস