Dr. Neem on Daraz
Victory Day
প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ায়

রাজধানীতে চার বিদেশী গ্রেপ্তার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০২:১৪ পিএম
রাজধানীতে চার বিদেশী গ্রেপ্তার

ফাইল ছবি

ঢাকাঃ ফেসবুকে বন্ধুত্ব তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৪ সদস্যকে রাজধানীর দক্ষিণ খান থানাধীন কাউলা ও বসুন্ধরা এলাকা হতে গ্রেপ্তার  করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম। এ চক্রের সদস্যরা নাইজেরিয়া ও ঘানার নাগরিক।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিসম, মরো মহাম্মদ, মরিসন, এন্থনী। তাদের হাতে প্রতারণার শিকার একজন ভিকটিমের অভিযোগের সূত্র ধরে সিআইডি তাদের গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, অভিনব কায়দায় তারা সাধারণত বিপরীত লিঙ্গের ব্যাক্তিদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব তৈরি করে। বন্ধুত্বের এক পর্যায়ে একটি তথাকথিত মেসেঞ্জার আইডি হতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ পার্সেল গিফট করার প্রস্তাব দেয় এবং পরবর্তীতে মেসেঞ্জারে এই সব মূল্যবান সামগ্রির এয়ার লাইনস্ বুকিং এর ডকুমেন্ট পাঠায়। এরপর এসব গিফট বক্সে কয়েক মিলিয়ন ডলারের মূল্যবান সামগ্রি রয়েছে বলে তারা ভিকটিমকে অবহিত করে এবং তা কাস্টমস্ হতে রিসিভ করতে বলে। এ সময় তাদের অন্য সহযোগীদের মাধ্যমে কাস্টমস্ কমিশনার পরিচয় দিয়ে ভিকটিমকে মূল্যবান গিফটি গ্রহন সহ শুল্ক বাবদ মোটা অংকের টাকা কয়েকটি ব্যাংক একাউন্টে পরিশোধের জন্য চাপ দেয়। গিফটি রিসিভ না করলে আইনি জটিলতার ভয়ও দেখায়।

ফলশ্রুতিতে ভিকটিম তাদের দেয়া বিভিন্ন ব্যাংক একাউন্টে মোট ৫৫ হাজার টাকা জমা দেয়। একই ভাবে আসামীরা পরষ্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে সারাদেশে অসংখ্য ভিকটিমের কাছ থেকে কয়েক কোটি টাকা গত কয়েক মাসের মধ্যে হাতিয়ে নিয়েছে মর্মে সিআইডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছে।

সিআইডি আরো জানায়, গ্রেপ্তারকৃত বিদেশীরা দীর্ঘ দিন ধরে বাংলাদেশে অবস্থান করে এ ধরণের প্রতারণা করে আসলেও এদেশে তাদের অবস্থানের বৈধ কোনো কাগজপত্র এবং পাসপোর্ট প্রদর্শন করতে পারে নাই। প্রথমত তারা ট্যুরিস্ট, খেলোয়ার, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে, পরবর্তীতে স্থানীয় কিছু এজেন্টের সহায়তায় এধরনের প্রতারণা করে। প্রতারণার সাথে সম্পৃক্ত ব্যাংক একাউন্ট গুলো সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি তাদের দেশীয় সহযোগীদের আইনের আওতায় আনতে সিআইডি কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাজিব ফরহান এর নেতৃত্বে সিআইডির অর্গানাইজড ক্রাইমের একটি বিশেষ টিম উক্ত অভিযানটি পরিচালনা করে। অভিযানে আসামীদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি ল্যাপটপ, বেশ কিছু সিম এবং ছয়টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  এ বিষয়ে ভিকটিম খায়রুল ইসলাম বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা রুজু করেছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে