Dr. Neem on Daraz
Victory Day

করোনায় আক্রান্ত কোটালীপাড়ার পৌর মেয়র


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২০, ০৮:১৮ পিএম
করোনায় আক্রান্ত কোটালীপাড়ার পৌর মেয়র

সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তিনি তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। পৌর মেয়র কামাল শেখ তার সুস্থতার জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পরে পৌরসভার নিম্ন আয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়ে। পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ কর্মহীন হয়ে পড়া এ সব মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ ছাড়াও পৌরসভার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা, পৌরবাসীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা ধরনের সচেতনতামূলক কাজ করেন।

অপরদিকে দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্যসামগ্রী পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করেন।

গত কয়েকদিন ধরে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হাজী মো. কামাল হোসেন শেখ জ্বর অনুভব করলে রোববার তার নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। গত সোমবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, মেয়র বর্তমানে তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এ ছাড়াও তিনি শারীরিকভাবে সুস্থ আসেন।

আগামীনিউজ/জেএফএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে