Dr. Neem on Daraz
Victory Day

রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ হাসপাতালে


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৬:০৫ পিএম
রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ হাসপাতালে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের তেঁতুলিয়ায় গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মান্নান ও ফকরুদ্দিন নামের দুই ব্যক্তির আহত হয়েছে। আহতরা বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে এ হামলার ঘটনা  ঘটে। 

তেঁতুলিয়া গ্রামের ফকরুদ্দিন মন্ডলের স্ত্রী রুপালী বেগম বলেন, আমাদের বসত বাড়ির জমিতে থাকা দুইটা মেহগনি গাছ জোরপূর্বক কাটতে আসে পাশের বাড়ির বাসিন্দা মৃত ইমারত মন্ডলের ছেলে বক্কার মন্ডল ও তার ছেলে রেজা মন্ডল।  এসময় আমরা বাঁধা দিলে বক্তিয়ার মন্ডলের ছেলে রেজা মন্ডল আমার স্বামীকে মারপিট করতে থাকে। আমাদের চিৎকার শুনে মৃত ওয়াশে মন্ডলের ছেলে মান্নান মন্ডল এগিয়ে এলে তাকেও কুঁড়াল দিয়ে আঘাত করে।   আহত অবস্থায় আমার স্বামী ও মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আগামী নিউজ/ বুলু/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে