ছবি: আগামী নিউজ
রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা থেকে ৫শত গ্রাম গাঁজাসহ মোঃ আলাল হোসেন (৪০) নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গ্রেপ্তারকৃত আলাল হোসেন জেলার সদর উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার মৃত ইরফান শেখ এর ছেলে।এর আগে তার বিরুদ্ধে ৮ টি মাদকদ্রব্য আইনের মামলা রয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে বলেন,গত শুক্রবার রাতে সদর উপজেলার খানখানাপুর বাজার সংলগ্ন মহাশশ্বান ঘাটের প্রধান ফটকের সামনের রাস্তার উপর থেকে আসামী কে ৫ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, সিডিএমএস পর্যালোচনা করে আসামী মোঃ আলাল হোসেনের বিরুদ্ধে ০৮(আট) টি মাদকদ্রব্য আইনের মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মিঠুন গোস্বামী /এমআইসি
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)