Dr. Neem on Daraz
Victory Day

ভারপ্রাপ্ত থেকে কৌশলে তিনি হচ্ছেন প্রধান শিক্ষক!


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০৭:১৩ পিএম
ভারপ্রাপ্ত থেকে কৌশলে তিনি হচ্ছেন প্রধান শিক্ষক!

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক মলয়েন্দু বোস কৌশলে হচ্ছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ সোমবার বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ৪টি পদের নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। কিন্তু এর আগেই গতকাল রোববার বিভিন্নভাবে এ তথ্য ফাঁস হয়ে গেছে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মলয়েন্দু বোস ভারপ্রাপ্ত প্রধানের পদে থেকে প্রধান শিক্ষকসহ ৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের পদে আবেদন করতে বিভিন্ন স্থান থেকে আগ্রহী প্রার্থীরা আসলে তাদের বিভিন্ন অজুহাত দেখিয়ে আবেদন করতে নিষেধ করেছেন ওই সহকারী প্রধান শিক্ষক। 

তিনি নিজে প্রধান শিক্ষকের পদে নিয়োগ নিশ্চিত করতে নিজস্ব কয়েকজন প্রার্থীদের দিয়ে আবেদন করিয়েছেন। এ ছাড়া তিনি প্রধান শিক্ষকের পদের দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়াসহ বিদ্যালয়ের আর্থিক বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে শিক্ষকরা কথা বললে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য জানান, সহকারি প্রধান শিক্ষক মলয়েন্দু বোস একজন দুর্নীতি পরায়ন ব্যক্তি। তাকে প্রধান শিক্ষক করা হলে ঐতিহ্যবাহী ওই বিদ্যালয়েটি ধ্বংস হয়ে যাবে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ’লীগ নেতা মো. শাহ আলম ফরাজীর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। স্বজন প্রীতি বা অন্য কোনভাবে নিয়োগ দেয়া হবে না।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে