Dr. Neem on Daraz
Victory Day

এক জনের জন্য ১৫ শিক্ষক, সেই শিক্ষার্থীও ফেল


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, গাইবান্ধা প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১০:৫৭ পিএম
এক জনের জন্য ১৫ শিক্ষক, সেই শিক্ষার্থীও ফেল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজে ১৫ জন শিক্ষক কর্মরত রয়েছে। এই কলেজ থেকে ২০২২ সালে মাত্র একজন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত বুধবার প্রকাশিত ফলাফলে জানা যায়, সেই একমাত্র শিক্ষার্থীও ফেল করেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম। 

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম বলেন, কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠা হয়। এরপর পর্যায়ক্রমে ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে একাডেমিক স্বীকৃতি পেয়েছে। এখনও এমপিওভুক্ত হয়নি। কলেজ প্রতিষ্ঠা থেকে বিগত বছরগুলোতে ভালো ফলাফল হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানিক দ্বন্দ্ব ও করোনাকালীন দুই বছর কলেজটির কার্যক্রম বন্ধ ছিল। এরপর থেকে নিয়মিত কলেজ পরিচালনা করা হচ্ছে। আশা করি আগামী বছরে আমরা ভালো ফলাফল করব।

এ বিষয়ে নলডাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আহম্মদ আলী বলেন, এইচএসসিতে একজন ছাত্রী পরীক্ষা দিয়ে ফেল করেছে। এটি খুবই দুঃখজনক। বর্তমানে কলেজটির কার্যক্রম যথারীতি চলছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে