Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে চিনি মিশিয়ে ‘সুন্দরবনের’ মধু তৈরি, ৩ কারিগর আটক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৪:০৪ পিএম
ঝিনাইদহে চিনি মিশিয়ে ‘সুন্দরবনের’ মধু তৈরি, ৩ কারিগর আটক

ঝিনাইদহঃ চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরী করে সুন্দরবনের মধু বলে বিক্রির অপরাধে ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় ২ মণ ভেজাল মধু। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরী করা হচ্ছে এমন খবরে অভিযান চালায় তারা। সেসময় বান্দরবানের ন্যাইক্ষ্যাংছড়ি উপজেলার জামিতলিপাড়া এলাকার প্রদীপ তংচংগ্যা, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আমলতি গ্রামের আংলাচিং চাকমা (৪২) ও একই জেলার হরিখোলা গ্রামের মংল্যাইগ্য চাকমাকে আটক করা হয়। উদ্ধার করা হয় প্রায় ২ মণ ভেজাল মধু। 

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ডিবি পুলিশে পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে