Dr. Neem on Daraz
Victory Day

মহেশপুর সীমান্তে ৪০ পিস স্বর্ণের বারসহ আটক ১


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১০:০৬ পিএম
মহেশপুর সীমান্তে ৪০ পিস স্বর্ণের বারসহ আটক ১

ঝিনাইদহঃ জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০ পিচ স্বর্ণের বারসহ শওকত আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আতিকুর রহমান মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে।

বিজিবি খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। এসময় জলুলী-যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলীকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৪ কেজি ৬৫৫ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা এবং উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে