Dr. Neem on Daraz
Victory Day

পদ্মা সেতুর টোল প্লাজায় প্রাচীন মূর্তিসহ আটক ভারতফেরত বাসযাত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩০, ২০২২, ১২:৫২ পিএম
পদ্মা সেতুর টোল প্লাজায় প্রাচীন মূর্তিসহ আটক ভারতফেরত বাসযাত্রী

শরীয়তপুরঃ পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা থেকে প্রাচীন মূর্তিসহ জসিম উদ্দিন (৫৫) নামে এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে শত বছরের পুরোনো মূল্যবান ৩টি সিংহের মূর্তি, কারুকাজ করা ১টি কলস ও বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জুন) দিবাগত রাত ১টায় ভারতের কলকাতা থেকে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

আটক জসিম উদ্দিনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে। তিনি ওই প্রাচীন মূর্তি নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পদ্মা দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপনে খবর পেয়ে কলকাতা ছেড়ে আসা গ্রিন লাইনের বাসে অভিযান চালিয়ে শত বছরের পুরনো তিনটি সিংহের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও উদ্ধার করা হয়েছে। জসিম উদ্দিন এসব মালামালের কোনও বৈধ্য কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুপুরের দিকে জেলহাজতে পাঠানো হবে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে