Dr. Neem on Daraz
Victory Day

গুজব নির্ভর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে: ইউএনও সুমন জিহাদী


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৯:২৪ এএম
গুজব নির্ভর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে: ইউএনও সুমন জিহাদী

বগুড়াঃ দুপচাঁচিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন জিহাদী বলেন, সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দ্বায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ এবং প্রমাণিত। মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে কারন মিথ্যা সংবাদ গুজবে পরিনত হয়ে অনেক ক্ষতির দিকে ধাবিত হতে পারে।

দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ লেখার জন্য সাংবাদিকদের প্রচলিত আইন জানা দরকার। সাংবাদিকদের পেশাদারিত্বে উৎকর্ষ বাড়ানোর জন্য পড়াশুনা করারও প্রয়োজন আছে।

শুক্রবার (২৭মে ) রাতে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি গোলাম ফারুক।

সাধারন সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের যুগ্মসম্পাদক সাজু মন্ডল, রমেন্দ্রনাথ পোদ্দার, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ,অর্থ সম্পাদক মেশকাতুর রহমান, দপ্তর সম্পাদক কোব্বাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য জাহাংগীর আলম, কেএম বেলাল, মঈন খান,অসীম কুমার দাস প্রমূখ।

দেওয়ান পলাশ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে