Dr. Neem on Daraz
Victory Day

ইউএনও’র নির্দেশে খোকসায় নির্মাণ হলো খালের ডাইভারশন সাঁকো


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশিত: মে ২৩, ২০২২, ১০:০৮ এএম
ইউএনও’র নির্দেশে খোকসায় নির্মাণ হলো খালের ডাইভারশন সাঁকো

কুষ্টিয়াঃ অবশেষে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে খোকসা ইউনিয়নের রতনপুর খালের উপর যাতায়াতের জনদুর্ভোগ হল। খোকসা রতনপুর বাসের যাতায়তের সড়কের মাঝে রতনপুর খালের উপর নির্মিত ব্রিজটি ভেঙে যাওয়ায় ত্রাণ মন্ত্রণালয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান গাফিলতিতে স্থানীয় জনসাধারণের যাতায়াতের চরম ভোগান্তি পথ ছিল। সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান কোন ডাইভারশন না করায় স্থানীয় চাষীদের প্রায় সাত শতাধিক জমিতে পানি সৃষ্টি হয়।

এই সড়ক ব্যবহার করে মানুষের জনদুর্ভোগ লাভ হবে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস গত সপ্তাহে সরেজমিন দেখতে আসেন রতনপুর খালের ডাইভারশন জায়গাটি। পরে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর নির্দেশনা খোকসা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেকের তত্বাবধায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে। স্থানীয় সাধারণ মানুষের জনদুর্ভোগ লাঘপ হলো। এমন মহতী কর্মকাণ্ডে এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসকে। 

অপরদিকে ডাইভারশন কেটে পানি বের করে দেওয়ার কারণে কৃষকের প্রায় সাত শত বিঘা জমির পাটের ক্ষেত উৎপাদনে আবার আশা জাগিয়েছে।

এসময় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে ধন্যবাদ জানান।

হুমায়ুন কবির/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে