Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৫:৩০ পিএম
দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ জেলার চিরিরবন্দরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকার আফতাবউদ্দীনের ছেলে অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার আফাজ উদ্দীনের ছেলে অটোরিকশার যাত্রী ইসাহাক আলী (৬০)। আহত হয়েছে অটোরিকশার অপর যাত্রী মিনহাজুল ইসলাম (১৪)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার দৌলতপুর নামক স্থানে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক দেলোয়ার হোসেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান যাত্রী ইসাহাক আলী। আহত আরেক যাত্রী মিনহাজুল ইসলামকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  দুর্ঘটনার পরই বাসচালক, সুপারভাইজার ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করা হয়েছে। 

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে